Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার আসমাউল হুসনা নিরানব্বইটি। এগুলো দ্বারা দুআ করার নির্দেশ প্রদান করা হয়েছে। যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে এবং পড়বে সে জান্নাতে যাবে। অপর হাদীসে আসে যে ব্যক্তি এসব নাম মুখস্থ করবে এবং রীতিমত পাঠ করবে সে অবশ্যই জান্নাতে যাবে।
১১। আল মুতাকাব্বিরু (মহত্ত্বের অধিকারী)
ফজীলতঃ যে ব্যক্তি অধিক পরিমাণে এ নামের ওযীফা পড়বে আল্লাহ তাআলা তাকে ইজ্জত ও মহত্ত্ব দান করবেন আর যে ব্যক্তি প্রত্যেক কাজের শুরুত অধিক পরিমাণে উক্ত নাম পড়বে, ইনশাআল্লাহ সে উক্ত কাজে কামীয়াবী লাভ করবে।
১২। আল খালিকু (সৃষ্টিকর্তা)
ফজীলতঃ যে ব্যক্তি সাতদিন পর্যন্ত লাগাতার দৈনিক সতশত বার উক্ত নামের ওযীফা পড়বে ইনশাআল্লাহ সে সমস্ত আপদ হতে মুক্ত থাকবে। আর যে ব্যক্তি সর্বদা (ইয়া খালিকু) পাঠ করবে আল্লাহ তাআলা এক ফেরেশতা সৃষ্টি করে দিবেন, যে তার পক্ষ হতে ইবাদত করতে থাকবে। আর তার চেহারা আলোকিত হয়ে যাবে।
১৩। ইয়া বারীউ (প্রাণদাতা)
ফজীলতঃ স্বামী-স্ত্রী যদি সাতদিন পর্যন্ত রোযা রাখার পর পানি দ্বারা ইফতার করে অতঃপর ২১ বার (আল বারীউল মুসাউবিরু) পড়ে তাবে ইনশাআল্লাহ পুত্রসন্তান জন্মলাভ করবে।
১৪। আলমুসাউবিরু (আকৃতি দানকারী)
ফজীলতঃ স্বামী-স্ত্রী যদি সাতদিন পর্যন্ত রোযা রাখার পর পানি দ্বারা ইফতার করে অতঃপর ২১ বার (আলমুসাউবিরু) পড়ে তাবে ইনশাআল্লাহ পুত্রসন্তান জন্মলাভ করবে।
১৫। আল গাফ্ফারু (গুনাহ মাফকারী)
ফজীলতঃ যে ব্যক্তি জুমআর নামাযের পর একশতবার এ নামের ওযীফা পড়বে, ইনশাআল্লাহ তার মধ্যে মাগফেরাতের নিদর্শনাবলী পরিলক্ষিত হবে। আর যে ব্যক্তি প্রতিদিন আসরের নামাযের পর (ইয়া গাফ্ফারু ইগফিরলী) পড়বে আল্লাহ তাআলা তাকে ক্ষমাকৃত লোকদের অন্তর্ভুক্ত করে নিবেন।
১৬। আল কাহ্হারু(মহা শাস্তি দানকারী)
ফজীলতঃ যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে আক্রন্ত হয়ে এ নাম অধিক পরিমানে পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূরীভূত হয়ে যাবে এবং আল্লাহর মহব্বত সৃষ্টি হবে।
১৭। আল ওয়াহ্হাবু (অতি দাতা)
ফজীলতঃ যে ব্যক্তি দারিদ্রে আক্রান্ত হয়ে এ নামের ওযীফা অধিক পরিমাণে পড়বে অথবা কোন কাগজে লিখে নিজের কাছে রাখবে অথবা চাশতের নামাযের শেষ সেজদায় ৪০ বার পড়বে ইনশাআল্লাহ আশ্চার্য জনক ভাবে তার দারিদ্র মোচহ হয়ে যাবে।
১৮। আর রায্যাকু (রিযিকদাতা)
ফজীলতঃ যে ব্যক্তি ফজরের নামাযের পূর্বে আপন ঘরের প্রত্যেক কোনে ১০ বার করে এ নাম পড়বে এবং দম করবে ইনশাআল্লাহ তার জন্য রিযিকের দরজা খুলে যবে, তার ঘরে দারিদ্র এবং রোগ থাকবে না। ডান কোন হতে শুরু করবে এবং কেবলামুখি হয়ে দুআ পড়বে।
১৯। আল ফাত্তাহু (বিজয় দানকারী)
ফজীলতঃ যে ব্যক্তি ফজরের নামাযান্তেবুকে হাত রেখে উক্ত নাম ৭০ বার পড়বে, ইনশাআল্লাহ তার অন্তার ঈমানী নূরে আলোকিত ও উদ্ভাসিত হয়ে যাবে।
২০। আল আলীমু (অতি জ্ঞানী)
ফজীলতঃ যে ব্যক্তি অধিক পরিমানে এ নামের আযীফা পড়বে, ইনশাআল্লাহ তার জন্য ইলম ও মাগফেরাতের দরজা খুলে যাবে।
রর