ইংরেজী ভাষা উৎপত্তির ইতিহাস

ইংরেজী ভাষা উৎপত্তির ইতিহাস

ইংরেজী (English) ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের জার্মানীয় শাখার পশ্চিম দলের একটি ভাষা। উৎসের দিক থেকে এভাষাটির সবচেয়ে ঘটিষ্ঠ ফ্রিজীয় ভাষা। এছাড়াও ইংরেজীর সাথে সম্পর্ক রয়েছে ওলন্দাজ ভাষা, ফ্লেমিশ ভাষা ও নিম্ন জার্মান উপভাষাগুলো। ইংল্যান্ডে খ্র্রিস্টীয় ৫ম-৬ষ্ঠ শতকে ইংরেজী ভাষার জন্ম হয় বলে জানা যায়। এটি যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাস্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগড়ে ছড়িয়ে থাকা বহু দ্বীপ সহ পৃথিবীর প্রায় ৩৮ কোটি মানুষের মুখের মাতৃভাষা।

ইতিহাস-

ইতিহাস পর্যালোনা করে দেখা যায় যে, জার্মান গোত্র অ্যাংগলস ও স্যাক্সন এবং জুটদের ভাষা থেকেই ইংরেজী ভাষার উৎপত্তি হয়েছে। এই গোত্রগুলো ৪৫০ খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ দ্বীপপুঞ্জের পূর্ব ও দক্ষিণ উপকুলে পা রাখে এবং কেল্টিয় ভাষাভাষী আদিবাসীদের স্কটল্যান্ড ও কর্নওয়াল ওয়েলস ও আয়ারল্যান্ডে হটিয়ে দেয়। এই হানাদার জার্মানীয়দের ভাষাই প্রাচীন ইংরেজী ভাষার ভিত্তি।

banglaknowledge
banglaknowledge
Articles: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *