Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ইংরেজী ১২ মাসের নামকরণের ইতিহাস
জানুয়ারি: রোমান দেবতা জানে’স এর নাম অনুসারে এ মাসের নাম জানুয়ারী।
ফেব্রুয়ারি: ল্যাটিন শব্দ ‘ফেব্রুয়া’ থেকে এসেছে, যার অর্থ ‘পবিত্র’
মার্চ: রোমানদের যুদ্ধ দেবতার নাম মার্সের নামানুসারে এ মাসের নাম মার্চ।
এপ্রিল: ল্যাটিন শব্দ ‘এপ্রিলিস’ এর নামানুসারে এপ্রিল। যার অর্থ ‘খেলা’
মে: বসন্তের দেবী মায়া’স নামানুসারে মে।
জুন: বিবাহ এবং নারী কল্যাণের দেবী জুনো’র নামানুসারে জুন।
জুলাই: রোমান সম্রাট জুলিয়াস সিজার-এর নামানুসারে জুলাই।
আগস্ট: জুলিয়াস সিজারের পুত্র অগাস্টাস সিজারের নামানুসারে আগস্ট।
সেপ্টেম্বর: ল্যাটিন সপ্তম সংখ্যা ‘পেপ্টেম’ এর নামানুসারে সেপ্টেম্বর।
অক্টোবর: ল্যাটিন অষ্টম সংখ্যা ‘অক্টো’এর নামানুসারে অক্টোবর।
নভেম্বর: ল্যাটিন নবম সংখ্যা ‘নভেম’ এর নামানুসারে নভেম্বর।
ডিসেম্বর: ল্যাটিন দশম সংখ্যা ‘ডিসেম’ এর নামানুসারে ডিসেম্বর।