Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
নাম- আহমদ, উপনাম- আবু আবদুল্লাহ।
পিতার নাম- মুহাম্মদ, দাদার নাম- হাম্বল অনুসারে তাঁকে হাম্বলী বলা হয়।
পূর্ণ নাম- আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল আশ-শায়বানী।
জন্ম- ১৬৪ হিজরীতে তিনি বাগাদাদে জন্মগ্রহণ করেন।
শিক্ষা অর্জন- ইলমের শহর বাগদাদে তিনি লালিত পালিত হন। প্রথমে বাগদাদের মুহাদ্দিসগণের নিকট তিনি ইলমে হাদীস অধ্যয়ন করেন। এরপর কূফা, বসরা, মক্কা, ইয়ামান, সিরিয়া প্রভৃতি স্থানে সফর করে হাদীস শাস্ত্রে গভীর ইলম অর্জন করেন। সুফিয়ান ইবনে উয়াইনা, ইমাম শাফেয়ী রহ. প্রমুখ ছিলেন তাঁর শিক্ষকদের মাঝে অন্যতম।
বৈশিষ্টাবলী:- তিনি হাদীস এবং ফিকাহ শাস্ত্রের ইমাম ছিলেন। হাদীস শাস্ত্রে তাঁর সবচেয়ে বড় অবদান হলো মুসনাদে আহমাদ কিতাব। সাড়ে সাত লক্ষ হাদীস থেকে বাছাই করে ৩০ হাজারের বেশী তিনি এই কিতাবে লিপিবদ্ধ করেছেন। ইমাম বুখারী, মুসলিম প্রমুখ মনীষীগণ তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি একজন প্রসিদ্ধ মুজতাহিদ ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি চতুর্থ ইমাম। তাঁর মাযহাবের অনুসারীদেরকে হাম্বলী বলা হয়।
মৃত্যুঃ- মুতাযিলাদের মতবাদের সঙ্গে মতবিরোধের ফলে খলীফা তাঁকে কারারুদ্ধ করেন। বেত্রাঘাত এবং নানাবিধি নির্যাতনের পর ২৪১ হিজরীতে ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেন। বাগদাদেই তাঁকে দাফন করা হয়।
তথ্যসূত্রঃ–
১. সিয়ার ৯/৪৪৬
২. তাহযীবুল কামাল ১/১৫৭
৩. তাযকিয়া ১/১৫
৪. তাহযীবুত তাহযীব ১/৯৭
৫. হিলইয়া ৬/৩০১