গানের পাখি দোয়েল

সুরেলা কণ্ঠেরে শীষ দেয়া গান গেয়ে মানুষকে প্রফুল্ল করে তোলে যে পাখি তা হলো দোয়েল। এটি বাংলাদেশের জাতীয় পাখি। এটি দেখেতে ছোট ধরনের হয়, পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা হয়। দেহের রং উজ্জ্বল কালো রঙয়ের তবে গলার নীচ থেকে বুক পর্যন্ত ও ডানা বরাবর সাদা রেখা তার  দেহের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দিয়েছে। লেজে সাদা ও নীলের মিশ্রণ, শরীরের তুলনায় লেজ লম্বা। বসতবাড়ীর আশেপাশে বাগানে এদের বসবাস। বসতবাড়ীর আশে-পাশের ছোট গাছ কিংবা সবজির মাচায় এরা বাসা বাঁধে।

সুরেলা কণ্ঠে গান গাওয়ার সাথে সাথে কখনও কখনও বিচিত্র আওয়াজ ও অঙ্গভঙ্গি করেও মানুষকে আনন্দ দিয়ে থাকে । শীতকালের শুষ্ক আবহাওয়ায় এরা বেশি গান গায়। দোয়েল প্রধানত পোকা-মাকড়, কীটপতঙ্গ খায়। এপ্রিল থেকে জুলাই মাস এদের প্রজনন সময়। স্ত্রী দোয়েলটি ৩-৫ টি ডিম দেয়। সাধারণভাবে ডিমগুলি  দেখতে ফ্যাকাশে মনে হয়। তবে দোয়েলের ডিমের রং লালচে-বাদামি আভা ও ছোপযুক্ত নীলাভ সবুজ হয়ে থাকে। স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। দোয়েল ১৫ বছর পর্যন্ত বাঁচে।

দোয়েলকে বলা হয় গানের পাখি । এদের মিষ্টি সুরেলা শিষ আমাদের মনকে ভরিয়ে তোলে। যখন মিষ্টি সুরে শিষ দিয়ে লেজ নাচিয়ে গান গায় তখন দেখতে সত্যিই সুন্দর দেখায়। ভোর বেলা ও পড়ন্ত দুপুর বেলা এদের মিষ্টি সুরের গান মনকে আকর্ষিত করে। তবে রাতের বেলাও কখনও কখনও দোয়েলের শিষ শোনা যায়। সুরেলা কণ্ঠেরে শীষ দেয়া গান গেয়ে মানুষকে প্রফুল্ল করে তোলে যে পাখি তা হলো দোয়েল। এটি বাংলাদেশের জাতীয় পাখি।

banglaknowledge
banglaknowledge
Articles: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *