আসমাউল হুসনা- ১-১০

আসমাউল ‍হুসনা
আল্লাহ পাকের উত্তম নামসমূহ (১-১০)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার আসমাউল হুসনা নিরানব্বইটি। এগুলো দ্বারা দুআ করার নির্দেশ প্রদান করা হয়েছে। যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে এবং পড়বে সে জান্নাতে যাবে। অপর হাদীসে আসে যে ব্যক্তি এসব নাম মুখস্থ করবে এবং রীতিমত পাঠ করবে সে অবশ্যই জান্নাতে যাবে।

আসমাউল হুসনা বা আল্লাহ পাকের উত্তম নামসমূহ
১। ইয়া আল্লাহু (আল্লাহ পাকের সত্তাগত নাম)
ফজীলতঃযে ব্যক্তি দৈনিক এক হাজার বার (ইয়া আল্লাহু) এর অযীফা পড়বে, ইনশাল্লাহ তার অন্তর হতে সমস্ত (সুবাহ) সন্দেহ দূরীভূত হয়ে যবে এবং ইয়াকীন নসীব হবে। এমনিভাবে কোন দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তি যদি উক্ত অযীফা অধিক পরিমাণে পড়ে এবং আরোগ্যের জন্য দুআ করে তবে আরোগ্য লাভ হবে।
২। আর রহমানু (অতি দয়ালু)
ফজীলতঃ যে ব্যক্তি প্রতি নামাযের পর একশত বার (ইয়া রহমানু) পড়বে, ইনশা আল্লাহ তার অন্তর থেকে কাঠিন্য ও গাফলত দূরীভূত হয়ে যাবে।
৩। আর রাহীমু ( অতি মেহেরবান)
ফজীলতঃ যে ব্যক্তি দৈনিক প্রতি ওয়াক্ত নামাযের পর (ইয়া রাহীমু) একশত বার পড়বে, ইনশা আল্লাহ সে সমস্ত আপদ বিপদ হতে মুক্ত থাকবে এবং সমস্ত মানুষ তার প্রতি সদয় হয়ে যাবে।
৪। আল মালিকু ( প্রকৃত বাদশাহ)
ফজীলতঃ যে ব্যক্তি দৈনিক ফজরের নামাযের পর অধিক পরিমাণে (ইয়া মালিকু) পড়বে, আল্লাহ তাআলা তাকে ধনী করে দিবেন।
৫। আল কুদ্দুসু ( সমস্ত সন্দেহ মুক্ত সত্তা)
ফজীলতঃ যে ব্যক্তি দৈনিক দ্বিপ্রহরের পর অধিক পরিমাণে এ নামের ওযীফা পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ তালালা তার অন্তর সমস্ত রূহানী ব্যাধি হতে মুক্ত ও আরোগ্য করে দিবেন।

আরো পড়ুন:- পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনে ইসলামের পথ-নির্দেশনা


৬। আস্ সালামু (শান্তি দাতা)
ফজীলতঃ যে ব্যক্তি অধিক পরিমাণে এ নামের ওযীফা পড়বে, আনশাআল্লাহ সে সমস্ত বিপদাপদ থেকে মুক্ত থাকবে। আর কেহ যদি ১১৫ বার এ নাম পড়ে কোন রোগীর উপর দম করে তবে আল্লাহ তাআলা তাকে শেফা ও আরোগ্য দান করবেন।
৭। আল মু‘মিনু (নিরাপত্তা দানকারী)
ফজীলতঃ যে ব্যক্তি ভয়ভীতি সময় ৬৩০ বার এ নামের ওযীফা পড়বে ইনশাআল্লাহ সে উক্ত ভয় থেকে মুক্ত থাকবে। আর যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করবে তার জাহের-বাতেন (বাহির ও ভিতর) আল্লাহর নিরাপত্তায় থাকবে।
৮। আল মুহাইমিনু (তত্ত্বাবধায়ক)
ফজীলতঃ যে ব্যক্তি গোসল করে দু রাকাত নামায আদায় করতঃ একাগ্রচিত্তে আকশত বার এ নামের ওযীফা পরবে, আল্লাহ তাআলা তার জাহের ও বাতেনকে পাক করে দিবেন, আর যে ব্যক্তি দৈনিক ১১৫ বার এ নাম পড়বে, ইনশাআল্লাহ সে গোপন বিষয় জানতে পারবে।
৯। আল আযীযু ( মহাপরাক্রমশালী)
ফজীলতঃ যে ব্যক্তি চল্লিশদিন পর্যন্ত চল্লিশ বার করে এ নামের ওযীফা পড়বে, আল্লাহ তাআলা তামে সম্মানিত ও অমুখপেক্ষী করে দিবেন। আর যে ব্যক্তি দৈনিক ফজরের নামাযান্তে ৪১ বার করে উক্ত নামের ওযীফা পড়বে ইনশাল্লাহ সে কারো মুখাপেক্ষী হবে না আর সে ইজ্জত সম্মান লাভ করবে।
১০। আলা জাব্বারু ( সর্ব মহান ও ক্ষমতাশালী)
ফজীলতঃ যে ব্যক্তি দৈনিক সকাল সন্ধ্যা ২২৬ বার এ নামের ওযীফা পড়বে, ইনশাআল্লাহ সে জালেমদের জুলুম ও ক্রোধ হতে মুক্ত থাকবে। আর যে ব্যক্তি রংপার আংটিতে উক্ত নাম খোদাই করে সংঙ্গে রাখবে ইনশাআল্লাহ মানুষের অন্তরে তার ভয় ও মর্যাদা সৃষ্টি হবে।

banglaknowledge
banglaknowledge
Articles: 22

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *